ঐতিহ্যবাহী বিদ্যালয়টি ঢাকার সন্নিকটে যাত্রাবাড়ি থানাধীন জনবহুল মাতুয়াইল গ্রামের কেন্দ্রে অবস্থিত। ১৯৬৯ সালে মাতুয়াইল জুনিয়র স্কুলটিকে হাই স্কুলে উন্নতি করার প্রয়াসে মাতুয়াইরৈর বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করে নবম শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করে হাইস্কুলের যাত্রা শুরু করে। ১৯৭০ সালে প্রথম হাই স্কুল হিসাবে বোর্ডের স্বীকৃতি লাভ করে। ১৯৭১ সালে এস.এস.সি. পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম চলাকালে ঐ বছরের পরীক্ষায় অংশ গ্রহণ করা সম্ভব হয়নি বিধায় ১৯৭২ সালে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম ব্যাচে ১৩ জন দ্বিতীয় বিভাগে উন্নীত হয়, পাশের হার ছিল ১০০%। পরবর্তীতে পাশের হারের ধারা অক্ষুন্ন থাকে। পূর্ব থেকেই মাতুয়াইল গ্রামটি যেহেতু জনবহুল ছিল এবং পার্শ্ববতী এলাকাগুলোতে মাধ্যমিক স্কুল না থাকায় স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। বর্ধিত সংখ্যক ছাত্র-ছাত্রীর সংকুলানের জন্য এলাকাবাসীর সহায়তায় ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে।
এক নজরে বিদ্যালয়ের বৈশিষ্ট্য:
- ব্যিালয় ভবন ও শ্রেণিকক্ষ সি.সি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং এর ব্যবস্থা।
- মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়া হয়।
- SMS এর মাধ্যমে প্রতিদিন শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা হয়।
- পাঠ্যসূচি, পরীক্ষা ও ছুটির তালিকা সহ একাডেমিক ক্যালেন্ডার নিখুতভাবে অনুসরণ করা হয়।
- দৈনন্দিন কার্যক্রম ডায়রির মাধ্যমে অভিভাবক কে অবহিতকরন করা হয়।
- ছাত্র-ছাত্রীদের পৃথক শিফটে ক্লাস করানো হয়।
- সু-সজ্জিত বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, লাইব্রেরী আছে।
- বিভিন্ন সামাজি, সাংস্কৃতিক ও মেধা বিকাশের সহায়ক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহ দান।
- শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা করানো হয়।